নীলফামারী চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণসভা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: জেলায় আজ নীলফামারী চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী জেলা শহরের সরকারি শিশু পরিবার মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমুখ।
অনুষ্ঠানে ১২ জন বিশিষ্ট ব্যবসায়ীকে বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়।