বৃহস্পতিবার

১২ সেপ্টেম্বর ২০২৪


২৮ ভাদ্র ১৪৩১,

০৮ রবিউল আউয়াল ১৪৪৬

নীলফামারী চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণসভা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০০, ১৮ মার্চ ২০২৩  
নীলফামারী চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণসভা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জেলায় আজ নীলফামারী চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী জেলা শহরের সরকারি শিশু পরিবার মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমুখ।


অনুষ্ঠানে ১২ জন বিশিষ্ট ব্যবসায়ীকে বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়