বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

প্রথম ক্রেডিট কার্ড বিল বিকাশ করলেই ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২১  
প্রথম ক্রেডিট কার্ড বিল বিকাশ করলেই ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ছবি: বিকাশ লিমিটেড

ঢাকা (১ ফেব্রুয়ারি): প্রথমবার বিকাশ অ্যাপ থেকে ভিসা ও অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলে নির্দিষ্ট পরিমাণ বিলে গ্রাহকদের বাড়তি কোন খরচ লাগবে না। সোমবার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসজুড়ে এই অফারে প্রথমবারের মত ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ক্ষেত্রে বিলের পরিমাণের উপর ১% ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। একজন গ্রাহক কেবল একবারই এবং সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ফলে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বাড়তি কোন খরচ লাগবে না। গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে এ ক্যাশব্যাক পৌঁছে যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘পে বিল’ আইকন থেকে ‘ক্রেডিট কার্ড’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘সিটি ব্যাংক অ্যামেক্স ক্রেডিট কার্ড বিল’ কিংবা ‘ভিসা ক্রেডিট কার্ড বিল’-এ ট্যাপ করে কার্ড নম্বর ও বিলের পরিমাণ টাইপ করে সবশেষে বিকাশ পিন দিলেই বিল প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

উল্লেখ্য, শুধু বাংলাদেশি টাকায় যে কোনো পরিমানের ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়