মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫


২৫ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

বাটার সাড়ে ৫ হাজার শিশুকে খাদ্য বিতরণ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২১  
বাটার সাড়ে ৫ হাজার শিশুকে খাদ্য বিতরণ

ছবি: বাটা বাংলাদেশ

ঢাকা (০১ ফেব্রুয়ারি): দেশের সাড়ে ৫ হাজারের বেশি শিশুকে খাদ্য বিতরণ করেছে বাটা বাংলাদেশ। সম্প্রতি ইউসেপ বাংলাদেশের সহযোগিতায় এই খাদ্য বিতরণ করা হয়।

রবিবার বাটা বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাটা বাংলাদেশ ইউসেপ বাংলাদেশের সহযোগিতায় ৫ হাজার ৬ শত সুবিধাবঞ্চিত শিশুকে খাদ্য বিতরণ করেছে। এর আগেও করোনকালীন সময়ে সামাজিক দায়িত্ব পালনে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বহুজাতিক এই কোম্পানিটি।

এদিকে, ইউসেপকে সাথে নিয়ে এমন একটি মানবিক উদ্যোগ গ্রহণের জন্য বাটা বাংলাদেশকে ধন্যবাদ জানান ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ।

একইসঙ্গে ইউসেপ বাংলাদেশকে উদ্দেশ্য করে বাটার মার্কেটিংয়ের প্রধান ইফতেখার মল্লিক বলেন, আপনাদের সঙ্গে কাজটি করা এবং এমন হাজারো হাসি মুখ দেখা আমাদের জন্য সম্মানের। তিনি আরো বলেন, আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি তা একসঙ্গে মিলেই মোকাবেলা করতে হবে। এইজন্যই বাটার শ্লোগান‘লেটস ওয়াক টুগেদার’। আমি দেখেছি অনেক প্রতিষ্ঠানও সমাজকে সহযোগিতা করার জন্য এধরণের নানান উদ্যোগ নিচ্ছে যেটা খুবই উৎসাহজনক।

মহামারীর শুরুতে বাটা হ্যালো’র সাথে মিলে কোভিড-১৯ মোকাবেলায় মাঠ পর্যায়ে কার্মরত স্বাস্থকর্মীদের জন্য ৭২০০ টি পিপিই দেয়। এছাড়া এপ্রিল মাসে সুইজারল্যান্ডে বাটা গ্রুপের প্রধান শাখা থেকেও দেশটিতে কোভিড-১৯ মোকাবেলায় কর্মরত সম্মুখ সারির যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও তাদের পরিবারকে এক মিলিয়ন জুতার জোড়া বিতরন করেছে প্রতিষ্ঠানটি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়