মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫


২৫ ভাদ্র ১৪৩২,

১৫ রবিউল আউয়াল ১৪৪৭

প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২২, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ০০:২৪, ৩১ জানুয়ারি ২০২১
প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

ঢাকা (৩০ জানুয়ারি): করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা অন্তর্ভুক্ত করে ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল। শনিবার রাজধানীর একটি হোটেলে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ এ তিনি এ পরামর্শ দেন।

ডাঃ ইকবাল বলেন, বাংলাদেশসহ সারা বিশ্ব করোনা মহামারীর কারনে ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে অতিক্রম করছে। ২০২০ অর্থবছর শেষে করোনার ধাক্কা সত্ত্বেও ব্যাংকের সার্বিক সাফল্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ, বিভাগীয় প্রধান, ১২০ টি শাখার ম্যানেজার ও ব্যাংকের কর্মকর্তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডাঃ ইকবাল আশা প্রকাশ করেন, সাফল্যের এই প্রবণতা ২০২১ সালে ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এফসিএমএ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী ১২০ টি শাখার ম্যানেজার, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ২০২১ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং চ্যালেঞ্জের উপর গুরুত্ব আরোপ করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়