শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রামে ইলেকট্রনিকস ব্যবসায়ীর ২.০৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৪৩, ১৮ জানুয়ারি ২০২১  
চট্টগ্রামে ইলেকট্রনিকস ব্যবসায়ীর ২.০৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি

ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ জানুয়ারি): চট্টগ্রামের এক ইলেকট্রনিকস ব্যবসায়ী ২.০৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন। ভ্যাট গোয়েন্দার একটি তদন্ত দল এ তথ্য উদঘাটন করেছে। তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি স্থানীয় ভ্যাট অফিসে প্রকৃত বিক্রয় হিসাব গোপন রেখে কম হিসাব প্রদর্শন করেছে।

একটি অভিযোগের ভিত্তিতে সীতাকুন্ডের সোনারপাড়ার এসি বাজার লিমিটেডে তদন্ত পরিচালনা করে ভ্যাট গোয়েন্দার দল। এতে নেতৃত্ব দেন সংস্থার পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন। এসি বাজার ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, হিটার, ওয়াশং মেশিনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস সামগ্রী তৈরি, সংযোজন ও আমদানি করে থাকে।

তদন্তে দেখা গেছে, এসি বাজার ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত মোট ১২১,১৫,৮৭,৩৫৭ (একশ একুশ কোটি পনের লক্ষ সাতাশি হাজার তিনশত সাতান্ন টাকা) টাকার পণ্য সরবরাহ করেছে। ওই সময়ে তাদের প্রকৃত বিক্রয় ১২৪,৭৭,০৯,৮৫৮ (একশো চব্বিশ কোটি সাতাত্তর লক্ষ নয় হাজার আটশো আটান্ন) টাকা। এই বিক্রয় গোপন রাখায় এসি বাজার ভ্যাট ফাঁকি দিয়েছে ৫৪,১৮,৩৭৫ (চুয়ান্ন লক্ষ আঠারো হাজার তিন শত পঁচাত্তর) টাকা।

অন্যদিকে, লিমিটেড কোম্পানির বিভিন্ন ধরনের ব্যয়ের উপর ভ্যাট প্রযোজ্য হলেও তা যথাযথভাবে পরিশোধ করা হয়নি। এতে ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে ৬২.৬০ লক্ষ টাকা।

দুই ক্ষেত্রে সময় মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী ২% হারে সুদ আরোপ হবে মোট ৮৫.৭৬ লক্ষ টাকা। মোট ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে ১.১৭ কোটি ও সুদসহ ২.০৩ কোটি টাকা আদায়যোগ্য হয়েছে।

এ অবস্থায় এসি বাজার লিমিটেডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্ত প্রতিবেদনটি চট্টগ্রাম ভ্যাট কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়