বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫


১৩ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ইভ্যালি থেকে কেনা যাবে আকাশ সংযোগ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৭, ১৪ জানুয়ারি ২০২১  
ইভ্যালি থেকে কেনা যাবে আকাশ সংযোগ

ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ জানুয়ারি): দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী আকাশ সংযোগ এখন থেকে ইভ্যালি থেকেই কেনা যাবে। এ লক্ষ্যে আকাশ ও ইভ্যালির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফয়সাল হায়দার ও  ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। এ সময় আরো উপস্থিত ছিলেন বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্রাটেজিক সেলস্ শাহ মুহাম্মাদ মাকসুদুল গনি, হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, চিফ ফাইনান্সিয়াল অফিসার মো. লুৎফুর রহমান, হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান ও হেড অব স্ট্রাটেজিক অ্যান্ড ডিরেক্ট সেলস্ মো. রেজাউর রহমান এবং ইভ্যালির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল।

বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফয়সাল হায়দার এ বিষয়ে বলেন,‘আকাশ ডিটিএইচ সেবা চালুর পর থেকে খুব দ্রুতই মানুষের কাছে জনপ্রিয়তা পায়। খুব অল্প সময়ে দেশের সব জায়গাতে ছড়িয়ে পড়েছে আকাশ। প্রত্যন্ত গ্রামাঞ্চল এমনকি পাহাড়ী এলাকাতে যেখানে ক্যাবল সেবা পৌঁছায়নি সেখানেও নির্বিঘ্নে আকাশ উপভোগ করতে পারছেন গ্রাহকরা। আর ই-কমার্স ব্যবসায় ইভ্যালি এখন দেশের অন্যতম মার্কেটপ্লেস। এ চুক্তির মাধ্যমে ইভ্যালির লাখ লাখ গ্রাহক আকাশের সেবা গ্রহণ করতে পারবেন খুব সহজে।

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল বলেন, ‘ইন্টারনেট ও ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে মানুষের অভ্যাসে পরিবর্তন এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইনে কেনাকাটা বেড়েছে। এরই মধ্যে অনলাইন কেনাকাটায় গ্রাহকদের আস্থা অর্জন করেছে ইভ্যালি। ইভ্যালির গ্রাহকরা এখন থেকে সহজেই আকাশ এর সেবা গ্রহণ করতে পারবেন।’

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়