Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ক্ষুদ্র ও কুটির শিল্পে পুনঃঅর্থায়নের সীমা বেড়েছে

বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫


১৩ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্ষুদ্র ও কুটির শিল্পে পুনঃঅর্থায়নের সীমা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩৭, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ০২:৩০, ১৪ জানুয়ারি ২০২১
ক্ষুদ্র ও কুটির শিল্পে পুনঃঅর্থায়নের সীমা বেড়েছে

ছবি: সংগৃহীত

ঢাকা(১৩ জানুয়ারি): ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পখাতে (সিএমএসএমই) পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সীমা বাড়িয়ে কুটির, মাইক্রো,ক্ষুদ্র খাতে সর্বোচ্চ তিন কোটি ও মাঝারি খাতে পাঁচ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (সিএমএসএমই) খাতে ঋণপ্রবাহ বাড়ানোর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে পরিচালিত সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিলের বিষয়ে নিন্মরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পুনঃঅর্থায়ন সীমা বাড়িয়ে কুটির, মাইক্রো,ক্ষুদ্র উদ্যোক্তা প্রকল্প ও প্রতিষ্ঠানে দেওয়া ঋণের বিপরীতে সর্বোচ্চ তিন কোটি টাকা এবং মাঝারি উদ্যোক্তা প্রকল্প ও প্রতিষ্ঠানে দেওয়া ঋণের বিপরীতে সর্বোচ্চ ৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। চলতি মূলধন ঋণের ক্ষেত্রে মোট ঋণের ৩০ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত এক বছর মেয়াদে পুনঃঅর্থায়ন এবং দুটি সমান ষান্মাসিক কিস্তিতে আদায় হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়