মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

জনতা ব্যাংকের সেরা গ্রাহক বেক্সিমকো

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০২, ১৩ জানুয়ারি ২০২১  
জনতা ব্যাংকের সেরা গ্রাহক বেক্সিমকো

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা(১৩ জানুয়ারি): সরকারি মালিকানাধীন জনতা ব্যাংকের ২০২০ সালের সেরা গ্রাহক নির্বাচিত হয়েছে বেক্সিমকো গ্রুপ। একইসঙ্গে গ্রুপটি ব্যাংকের গেল বছরের সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানও নির্বাচিত হয়েছে।

এজন্য আগামীকাল আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার জনতা ব্যাংকের পক্ষ থেকে বেক্সিমকোকে সর্বোচ্চ রপ্তানিকারক ও সেরা গ্রাহকের সম্মাননা দেওয়া হবে। জনতা ব্যাংক থেকে এই তথ্য পাওয়া গেছে। 

ব্যাংকটির তথ্য অনুযায়ী, গত ৬ জানুয়ারি ব্যাংকটির ৬৪৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বেক্সিমকো গ্রুপকে সেরা গ্রাহক ও সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে মনোনীত করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

এরইমধ্যে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল হক বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমানকে দেওয়া এক চিঠিতে সম্মাননা ও ট্রফি প্রদানের সিন্ধান্তের বিষয়টি জানিয়েছেন। 

জানা গেছে, ২০২০ সালে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৭১৪ কোটি টাকা। এরমধ্যে বেক্সিমকো লিমিটেডের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৩২৭ কোটি টাকা। জনতা ব্যাংক থেকে জানানো হয়েছে, গেল বছর বেক্সিমকো গ্রুপ থেকে ব্যাংক আয় করেছে প্রায় ৪৮৪ কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত ও পুনঃ তফসিল করা ঋণের কিস্তি বাবদ আয় করেছে ৪২৭ কোটি টাকা।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়