বুধবার

০৮ মে ২০২৪


২৫ বৈশাখ ১৪৩১,

২৯ শাওয়াল ১৪৪৫

কৃষি তহবিলে লক্ষ্যমাত্রা অর্জন

বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেল এনআরবিসি ব্যাংক

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৭, ২১ মে ২০২২  
বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেল এনআরবিসি ব্যাংক

ছবি: সংগৃহীত

ঢাকা (২১ মে): বাংলাদেশ ব্যাংক কৃষিখাতে চলতি মূলধন সরবরাহে গঠিত পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণে শতভাগ সাফল্য অর্জন করায় এনআরবিসি ব্যাংককে প্রশংসাপত্র প্রদান করেছে।

আজ শনিবার এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমগুলোতে পাঠানো এক সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ-বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান  নির্বাহী গোলাম আউলিয়ার হাতে প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর  ফজলে কবীর। এ সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক আওলাদ হোসেন চৌধুরী, কৃষি ঋণ  বিভাগের মহাব্যবস্থাপক মো. আব্দুল হাকিম, এনআরবিসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের (সিআরএমডি) প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তনুশ্রী মিত্র, এসএমই অ্যান্ড এগ্রি ক্রেডিট  ডিপার্টমেন্টের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট হারুনুর রশিদ। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল শক্তি। কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নের মাধ্যইে গ্রামীণ অর্থনীতির তথা সামগ্রীক অর্থনীতি টেকসই ভিত্তির উপর দাঁড়াবে। 

করোনা মহামারির ধকল কাটিয়ে উঠতে কৃষকের পাশে থাকায় এ সময তিনি ব্যাংকগুলো ভূমিকার প্রশংসা করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়