মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

২০ লাখ উপকার ভোগী ভাতা পাবেন বিকাশে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:০৫, ৫ জানুয়ারি ২০২১  
২০ লাখ উপকার ভোগী ভাতা পাবেন বিকাশে

ছবি: সংগৃহীত

ঢাকা (৪ জানুয়ারি): সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৪টি জেলার প্রায় ২০ লাখ উপকার ভোগী এখন থেকে সহজেই বিকাশে পাবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দেয়া ভাতা। সম্প্রতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এ ব্যাপারে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং সচিব মোহাম্মদ জয়নুল বারী। বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চীফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অবঃ) শেখ মোঃ মনিরুল ইসলাম।

সারাদেশের ২৪টি জেলার প্রায় ২০ লাখ উপকার ভোগী সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা বিকাশের মাধ্যমে পাবেন।
 
এই ভাতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতি ১০০ টাকা হারে ১৯৯৭-৯৮ অর্থ বছরে শুরু করেন। বর্তমান সরকারই পর্যায়ক্রমে ২০১৬-২০১৭ অর্থ বছরে জনপ্রতি ভাতা ৫০০ টাকায় উন্নীত করেন। প্রতিবন্ধীরা ৭৫০ টাকা করে ভাতা পান।

সামাজিক নিরাপত্তা ভাতা পাওয়া এই প্রান্তিক জনগোষ্ঠী বিকাশে প্রাপ্ত ভাতা খুব সহজেই কোন বাড়তি খরচ ছাড়াই সারাদেশের যে কোন প্রান্ত থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন।

ইতোপূর্বে পাইলট প্রকল্পে ভাতা ভোগীদের মধ্যে জিটুপির মাধমে বিতরন করা হয়েছে। পাইলট কার্যক্রমে বাংলাদেশের সর্ববৃহৎ এমএফএস প্রতিষ্ঠান বিকাশ সফলতার সাথে ভাতা বিতরন করতে সক্ষম হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়