মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

উত্তরায় অবৈধ আইএসপি সিলগালা

বৈধ প্রতিষ্ঠান থেকে সেবা নেয়ার আহবান বিটিআরসির

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:০৮, ৪ জানুয়ারি ২০২১  
বৈধ প্রতিষ্ঠান থেকে সেবা নেয়ার আহবান বিটিআরসির

ছবি: সংগৃহীত

ঢাকা (৩ জানুয়ারি): অবৈধভাবে ইন্টারনেট সেবা দেওয়ায় রাজধানীর উত্তরার ৯ নং সড়কে অবস্থিত ইরটেল (Eirtel) সার্ভিসেস লিমিটেড নামের একটি ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার সিলগালা করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন প্রকার আইএসপি লাইসেন্স না থাকায় ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে বিটিআরসি’র এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট এর সিনিয়র সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসান, সহকারী পরিচালক হাজ্জাজ হোসেন হেলাল, অভিরাম সাহা এবং উপ-সহকারী পরিচালক মোঃ রায়হান কবিরের সমন্বয়ে গঠিত পরিদর্শক দল রাজধানীর উত্তরা-পূর্ব থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের পর বিটিআরসির পক্ষ থেকে ওই প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণকারীদের লাইসেন্সধারী প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা নেয়ার অনুরোধ করা হয়েছে। একইসাথে, লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রদানকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে এ ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়