সোমবার

১৩ অক্টোবর ২০২৫


২৮ আশ্বিন ১৪৩২,

১৯ রবিউস সানি ১৪৪৭

নগদ-এ পল্লী বিদ্যুতের বিল প্রদান সম্পূর্ণ ফ্রি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২২  
নগদ-এ পল্লী বিদ্যুতের বিল প্রদান সম্পূর্ণ ফ্রি

নগদ-এ পল্লী বিদ্যুতের বিল প্রদান সম্পূর্ণ ফ্রি

ঢাকা (০৭ ফেব্রুয়ারি): এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে দেশের নির্দিষ্ট কিছু এলাকার গ্রাহকেরা ঝামেলাহীনভাবে তাদের পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল কোনো চার্জ ছাড়ায় পরিশোধ করতে পারবেন।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর পক্ষ থেকে সোমবার গণমাধ্যমগুলোতে পাঠানো সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের ঝামেলা দূর করার পাশাপাশি আর্থিক সাশ্রয়ের জন্য প্রিপেইড মিটারের বিল পরিশোধের এ সুবিধা নিয়ে এসেছে ‘নগদ’। 

তারা জানিয়েছে, এখন থেকে ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (*167#) মাধ্যমে ১২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সাভার, কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও ভালুকার গ্রাহকেরা তাদের প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা তাদের নিকটবর্তী ‘নগদ’ উদ্যোক্তার কাছে গিয়েও বিনা খরচে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকেরা অ্যাপের মাধ্যমে ‘নগদ’-এ বিদ্যুৎ বিল দিতে চাইলে শুরুতে ‘নগদ’ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘বিল পে’ নির্বাচন করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীকালে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে। এরপর ‘নগদ’-এর পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখতে হবে। 

‘নগদ’-এর ইউএসএসডি কোড ব্যবহারের মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধ করতে গ্রাহককে প্রথমেই *167# ডায়াল করতে হবে। তারপর মেন্যু থেকে ৫ চেপে ‘বিল পে’ সিলেক্ট করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীকালে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে এবং ‘নগদ’-এর পিন নম্বর দিয়ে বিল পরিশোধ করতে হবে। বিল পরিশোধ হয়ে গেলে গ্রাহকেরা টোকেন নম্বরসহ একটি এসএমএস পাবেন। এই টোকেন নম্বরটি গ্রাহককে তার ডিজিটাল মিটারে ম্যানুয়ালি প্রবেশ করিয়ে রিচার্জটি সম্পূর্ণ করতে হবে। 

তারা আরও জানিয়েছে, ‘নগদ’-এর মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বনিন্ম ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যেকোনো পরিমাণ বিল পেমেন্ট করতে পারবেন। এর আগে কোনো ধরনের ফি নেওয়া ছাড়া পোস্টপেইড মিটারের বিল দেওয়ার সেবা চালু করে ‘নগদ’। যার ফলে মানুষের আর্থিক সাশ্রয়ের একটি সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিল দিতে আর কাউকে লাইনে দাড়িয়ে থাকতে হয় না।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়