সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিল্পনগরীগুলোতে সব পরিষেবা অবশ্যই নিশ্চিত করতে হবে: শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৫, ২৯ ডিসেম্বর ২০২০  
শিল্পনগরীগুলোতে সব পরিষেবা অবশ্যই নিশ্চিত করতে হবে: শিল্প প্রতিমন্ত্রী

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (২৯ ডিসেম্বর): শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, শিল্পনগরীগুলোতে কারখানা পরিচালনায় প্রয়োজনীয় সব পরিষেবা অবশ্যই নিশ্চিত করতে হবে। মঙ্গলবার বিসিকের ১ম শ্রেণীর নবীন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ ও নারী উদ্যেক্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী অনুষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর শিল্পায়নের অভিযাত্রা জোরদারে বিসিকের নবীন কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, নবীন কর্মকর্তাদের কর্মস্থলে উদ্যোক্তাদের যথাযথ সেবা প্রদান করার সক্ষমতা অর্জন করতে হবে।

শিল্প প্রতিমন্ত্রী সম্ভাবনাময় এলাকায় নতুন নতুন শিল্পনগরী স্থাপনে বিসিকের কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন। তিনি বলেন, শিল্পনগরীগুলোতে জমি পরিপূর্ণভাবে উন্নয়ন করার পরই প্লট আকারে উদ্যোক্তাদের বরাদ্দ দিতে হবে। সেখানে শিল্প কারখানা পরিচালনায় প্রয়োজনীয় সব পরিষেবা অবশ্যই নিশ্চিত করতে হবে।

কামাল আহমেদ মজুমদার বলেন, এসএমই নীতিমালা-২০১৯-এর লক্ষ্য অনুসারে জিডিপিতে এসএমই খাতের অবদান ২০২৪ সালে ৩২ ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে বিসিকের সব পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

বিসিকের পরিচালক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মোঃ মোস্তাক হাসান এনডিসি। বিসিকের ২৫ জন নবীন কর্মকর্তা ২১ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়