Anwar Ispat

শনিবার

২২ জানুয়ারি ২০২২


৯ মাঘ ১৪২৮,

১৭ জমাদিউস সানি ১৪৪৩

Rangdhonu Group

এফএসআইবিএল-এর তিনটি উপশাখার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৯, ৭ ডিসেম্বর ২০২১  
এফএসআইবিএল-এর তিনটি উপশাখার উদ্বোধন

ছবি: সংগৃহীত

KSRM

ঢাকা (০৭ ডিসেম্বর): আজ মঙ্গলবার  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের তিনটি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

ব্যাংকটির পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশন বিভাগ থেকে আজ গণমাধ্যমগুলোতে পাঠানো সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ-বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ উদ্বোধন হওয়া  উপশাখাগুলো হল— ফরিদপুরে মধুখালী উপশাখা, চট্টগ্রামের ফটিকছড়িতে আজাদী বাজার উপশাখা ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পাটগাতি উপশাখা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই উপশাখাগুলোর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় যথাক্রমে আব্দুল আজিজ ও  মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় যথাক্রমে মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলেরও আয়োজন করা হয়।

UCB
Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়