Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
রবি আর-স্টোরে পাওয়া যাবে গ্রীন ডেল্টার বীমা প্যাকেজ ‘হসপিক্যাশ’

বুধবার

১৬ জুলাই ২০২৫


১ শ্রাবণ ১৪৩২,

১৯ মুহররম ১৪৪৭

রবি আর-স্টোরে পাওয়া যাবে গ্রীন ডেল্টার বীমা প্যাকেজ ‘হসপিক্যাশ’

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৪, ২৫ নভেম্বর ২০২১   আপডেট: ১৬:৩৫, ২৫ নভেম্বর ২০২১
রবি আর-স্টোরে পাওয়া যাবে গ্রীন ডেল্টার বীমা প্যাকেজ ‘হসপিক্যাশ’

ছবি: সংগৃহীত

ঢাকা (২৫ নভেম্বর): দেশজুড়ে রবির আর-স্টোরে পাওয়া যাবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বীমা প্যাকেজ 'হসপিক্যাশ'। গ্রাহকরা তাদের নিকটতম আর-স্টোর থেকে হসপিক্যাশ স্বাস্থ্য বীমা প্যাকেজগুলো কিনতে পারবেন।

রবি’র পক্ষ থেকে গণমাধ্যমগুলোতে পাঠানো সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

সংবাদ-বিজ্ঞপ্তিতে বলা হয়, রবি আজিয়াটা লিমিটেড ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি একটি চুক্তি সই করেছে। চুক্তির আওতায় আর-স্টোরে স্বল্পমূল্যে দুটি এক্সক্লুসিভ হেলথ ক্যাশব্যাক প্যাকেজ পাওয়া যাবে। আকর্ষণীয় বার্ষিক প্রিমিয়ামসহ প্যাকেজগুলোর আওতায় রয়েছে শারীরিক অক্ষমতা, হাসপাতালে ভর্তি, সার্জারি, ওপিডি খরচ, হসপিক্যাশ এবং দুর্ঘটনাজনিত ক্যাশ। বীমার জন্য যাতায়াতের ঝঁক্কি এবং অসংখ্য ফর্ম পূরণ করার ঝামেলা দূর করবে এই প্যাকেজগুলো। যার মাধ্যমে খুচরা বিক্রেতা এবং সাধারণ গ্রাহক উভয়ই উপকৃত হবেন।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর-স্টোর রবি’র একটি এগ্রিগেটর প্ল্যাটফর্ম যেখানে খুচরা বিক্রেতারা মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, গ্যাজেট, টিকিট, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ও বীমার মতো বিভিন্ন পণ্য ও সেবা বিক্রি করতে পারেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়