Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বৈদেশিক মুদ্রার মজুদ ৪২ বিলিয়ন ডলার ছাড়ালো

মঙ্গলবার

২৬ আগস্ট ২০২৫


১১ ভাদ্র ১৪৩২,

০২ রবিউল আউয়াল ১৪৪৭

বৈদেশিক মুদ্রার মজুদ ৪২ বিলিয়ন ডলার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২২, ১৬ ডিসেম্বর ২০২০  
বৈদেশিক মুদ্রার মজুদ ৪২ বিলিয়ন ডলার ছাড়ালো

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা (১৫ ডিসেম্বর): বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ৪ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। করোনার মধ্যে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের কারণে রিজার্ভ বেড়েই চলছে। 

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর কাজী ছাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বিজনেসইনসাইডার’কে বলেন, স্বাধীনতার ৫০ বছরে পর্দাপনের আগ মুহূর্তে এটা আমাদের জন্য একটি ভালো সংবাদ।  

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনা ভাইরাসের মধ্যে প্রবাসী আয় বেড়েছে কয়েকগুন। একইভাবে রপ্তানি আয়ও ভালো আসছে। তবে আমদানি ব্যয় অনেক কমে গেছে। এ কারণে রিজার্ভে নতুন নতুন রেকর্ড হচ্ছে। তবে আমদানি বেড়ে গেলে রিজার্ভ আবার কমে আসবে।

করোনা ভাইরাসের মধ্যে গত ১ সেপ্টেম্বর রিজার্ভ প্রথমবারের মতো ৩ হাজার ৯০০ কোটি ডলার অতিক্রম করে। ৮ অক্টোবর তা আরও বেড়ে ৪ হাজার কোটি ডলার হয়। আর ৩০ অক্টোবর তা ৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়ায়।

প্রসঙ্গত, আর্ন্তজাতিক মানদন্ড অনুযায়ী , একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়। বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ দিয়ে কমপক্ষে ১০ মাসের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়