জামালপুর সদরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

জামালপুর সদরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম
ঢাকা (১২ সেপ্টেম্বর): এনআরবিসি ব্যাংক জামালপুর সদরে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। আজ রবিবার উপশাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।
এনআরবিসি ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমগুলোতে পাঠানো এক সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ-বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর প্রমুখ।
প্রধান অতিথি মির্জা আজম এমপি বলেন, এনআরবিসি ব্যাংক তার সেবার মাধ্যমে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করবে— এটিই আমাদের প্রত্যাশা। এখনো ব্যাংকিং সেবা থেকে যারা বঞ্চিত, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা তাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে ব্যাংকটি কাজ করছে। গ্রামীণ উন্নয়ন, গ্রামে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকটি ঋণ কার্যক্রম জোরদার করবে বলে আমি বিশ্বাস করি। সরকারের বেশ কয়েকটি সেবামূলক কাজের অংশীদার হয়ে এনআরবিসি ব্যাংক কাজ করায় ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি বলেন, হস্তশিল্পের জন্য প্রসিদ্ধ এই জেলার উন্নয়নে ব্যাংকগুলোর কাজের সুযোগ রয়েছে। এই সময় তিনি কৃষিশিল্প বিকাশেও এনআরবিসি ব্যাংক কাজ করবে বলে আশা করেন।
অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের মাদারগঞ্জ শাখার ব্যাবস্থাপক মাহাদী হাসান, জামালপুর উপশাখার ইসচার্জ মামুনুর রশিদ, গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।