নভেম্বরে ঢাকা থেকে ইজিপ্ট এয়ারের নিয়মিত ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১১ সেপ্টেম্বর): মিশরের সরকারি মালিকানাধীন এয়ারলাইন ইজিপ্ট এয়ার আগামী নভেম্বর থেকে বাংলাদেশ নিয়মিত ফ্লাইট চালানো শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা-কায়রো-ঢাকা রুটে সপ্তাহে ২টি করে ফ্লাইট পরিচালিত হবে।
মিশর ও বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন উপলক্ষ্যে বাংলাদেশে মিশরীয় দূতাবাস, ইজিপ্ট এয়ার, এয়ার কায়রো এবং বাংলাদেশ ইজিপ্ট এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) অ্যালো ঢাকা এভিয়েশন স্থানীয় গণমাধ্যম, ট্রাভেল ও ট্যুর অপারেটর, সংশ্লিষ্ট ব্যাবসায়ীসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য শনিবার রাজধানীর একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মিশর আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হাইথাম গোবাসি বলেন, ‘আমাদের ভ্রাতৃপ্রতীম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশে ইজিপ্ট এয়ারের ফ্লাইট শুরু একটি বিশেষ মাইলফলক।’
তিনি বলেন, ‘ঢাকা এবং কায়রোর মধ্যে ইজিপ্ট এয়ারের সরাসরি ফ্লাইট শুরুর মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য বিশাল সুযোগের দ্বার উম্মোচিত হবে বিশেষ করে যারা মিশর, ইউরোপ, এবং উত্তর আমেরিকা ভ্রমণ করতে আগ্রহী। এর মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যাবসা ও কার্গো পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে, মিশরের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং পর্যটকরা মিশরের বহুমুখী পর্যটনের সুবিধা ভোগ করবেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইজিপ্ট এয়ারের বাংলাদেশ জিএসএ অ্যালো ঢাকা এভিয়েশনের নির্বাহী পরিচালক ও সিওও ফরহাদ হোসেন।