উপদেষ্টাদের সঙ্গে এফবিসিসিআই সভাপতির মতবিনিময়
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় অতিথিরা
ঢাকা (১১ সেপ্টেম্বর): উপদেষ্টা প্যানেলের সদস্যদেও সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময় করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
শনিবার এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, মনজুর আহমেদ (উপদেষ্টা, ট্রেড অ্যান্ড ট্যারিফ পলিসি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদুল্লাহ (উপদেষ্টা, সেফটি ইস্যু), শুভাশিস বোস (সাবেক সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, সিইও, আইসিএবি), ফরিদ উদ্দিন (সাবেক সদস্য, এনবিআর), আমিনুর রহমান (সাবেক সদস্য, এনবিআর), শাইখ সিরাজ (কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব), ড. ইজাজ হোসাইন (সাবেক অধ্যাপক, বুয়েট), ড. কাজী ইকবাল (সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস), খোন্দকার গোলাম মোয়াজ্জেম (গবেষণা পরিচালক, সিপিডি), মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ, ড. দেলোয়ার হোসেন (অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ নুরুল আমিন (সাবেক চেয়ারম্যান, এবিবি), ড. এ.কে. এনামুল হক (অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি), ড. মো. শাহজাহান (সিনিয়র জেলা জজ (পিআরএল))
এফবিসিসিআই পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, মো. নাসের, ড. নাদিয়া বিনতে আমিন, মো. বজলুর রহমান, মো. আনোয়ার সাদাত এবং আবুল কাশেম খান। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপিজিএমইএ’র প্রেসিডেন্ট শামীম আহমেদ ও বিইআইওএ’র প্রেসিডেন্ট মো. আব্দুর রাজ্জাক।
নিজ নিজ ক্ষেত্রে দেশের প্রতিথযশা ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত উপদেষ্টা প্যানেলের মূল্যবান পরামর্শের ভিত্তিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি, ভিশন-২০৪১, ডেল্টা প্ল্যান-২১০০ অর্জনে এফবিসিসিআই আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
সভায়, বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় যুগপোযোগী নীতি প্রণয়নে সরকারের সহযোগী হিসেবে এফবিসিসিআই’র ভূমিকাকে আরো শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা প্যানেল।
মতবিনিমিয় সভায় আরো উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ও সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডন ও এম.এ. রাজ্জাক খান রাজ। সভা সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।