১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১০ সেপ্টেম্বর): ‘সুদহীন ব্যবসা’র প্রতারণার মাধ্যমে নামে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীর আহসান (৪১) ও তার সহযোগী আবুল বাশারকে (৩৭) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত বৃহস্পতিবার আটক করেছে।
আজ শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।
এই এহসান গ্রুপের বিরুদ্ধে সুদবিহীন ‘শরিয়তসম্মত’ ব্যবসার নামে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
গ্রেফতার হওয়া রাগীব আহসান নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এক সময় তিনি মসজিদের ইমাম ছিলেন। বাড়ি পিরোজপুর সদরের খলিশাখালী এলাকায়।