নাম পরিবর্তনের সাত মাস পর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
নগদের ‘ট্রাস্ট-কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট’ খুলতে অনুমতি নিতে হবে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

নগদের লোগো
ঢাকা (০৬ সেপ্টেম্বর): থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডকে ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে নাম পরিবর্তন করে নগদ লি. করা হয়েছে। নাম পরিবর্তনের প্রায় সাত মাস পর বাংলাদেশ ব্যাংক নগদের নামে ‘ট্রাস্ট-কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট’ খোলার ব্যাপারে বিভিন্ন ব্যাংকের উদ্দেশ্য এক নির্দেশনা জারি করেছে।
এ নির্দেশনায় বলা হয়েছে, মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) ‘নগদ’ এ ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব খোলার আগে ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। গত ২ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে সব ব্যাংক প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
‘নগদ’ প্রতিষ্ঠার পর থেকেই পরিচালনা করে আসছিলো থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড। এই প্রতিষ্ঠানের নামেই আগে হিসাব খোলা হত। ডাক বিভাগের সেবা বলা হলেও এখানে ডাক বিভাগের কোন মালিকানা ছিল না। এমন পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।
এখানে উল্লেখ্য, ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব হলো এক ধরনের সংরক্ষিত হিসাব। এই হিসাবে নগদ কর্তৃক ইস্যু করা ইলেকট্রনিক মুদ্রার বিপরীতে গ্রাহকের অর্থ জমা রাখা হয়। এ হিসাবে জমাকৃত অর্থ অনুমোদিত খাত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না।
কেন্দ্রীয় ব্যাংক গত মে মাসে ‘ট্রাস্ট ফান্ড ব্যবস্থাপনা’ শীর্ষক নীতিমালা জারি করে। নীতিমালার নাম দেওয়া হয়, ‘গাইডলাইনস ফর ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস’। এই নীতিমালার ফলে গ্রাহকের হিসাবে জমা থাকা অর্থ ব্যবহার করতে পারবে না মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের জমা টাকার পুরোটাই ব্যাংকে ‘ট্রাস্ট ফান্ড’ হিসাবে জমা রাখতে হবে। এ ফান্ডে জমা টাকা কোনোভাবেই গ্রাহকের এমএফএস হিসাবে জমা থাকা টাকার চেয়ে কম হতে পারবে না। আর এমএফএস প্রতিষ্ঠানগুলো গ্রাহকের জমা টাকার বিপরীতে ই-মানি ইস্যু করে, তার পরিমাণও কোনোভাবেই জমা টাকার বেশি হতে পারবে না।