Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিদ্যুৎ-জ্বালানী খাতের বিশেষ আইনের মেয়াদ আরও বাড়ল

বুধবার

১৪ মে ২০২৫


৩১ চৈত্র ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

বিদ্যুৎ-জ্বালানী খাতের বিশেষ আইনের মেয়াদ আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:২৭, ৭ সেপ্টেম্বর ২০২১  
বিদ্যুৎ-জ্বালানী খাতের বিশেষ আইনের মেয়াদ আরও বাড়ল

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৬ সেপ্টেম্বর): বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান)(সংশোধন) আইন, ২০২১’ এর  মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়েছে। 

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।  মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতথ্য জানান। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান)(সংশোধন) আইন, ২০২১’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি মোকাবেলায় ২০১০ সালে বিশেষ আইনটি করার পর এর মধ্যেই কয়েকবার তার মেয়াদ বাড়ানো হয়। বর্তমান মেয়াদ ছিল ২০২১ পর্যন্ত।

আনোয়ারুল ইসলাম বলেন, ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা আছে, বিদ্যুৎ ও ও জ্বালানি সরবরাহে সেটা যাতে আমরা নির্বিঘেœ সরবরাহ করতে পারি। এজন্য ২০২৬ সাল পর্যন্ত এটার মেয়াদ বাড়ানো হয়েছে।

এখানে উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় খুব অল্প সময়ের ভেতর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে এই আইন করে। এই আইনের অধীনে ওই সময় সকল কুইক রেন্টাল, রেন্টাল পাওয়ার প্লান্টগুলো করা হয়। পরবর্তীতে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রও কোন ধরণের দরপত্র ছাড়া এই আইনের অধীনে বিভিন্ন কোম্পানীকে কাজ দেওয়া হয়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়