ইসলামী ব্যাংকে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
ঢাকা (০৬ সেপ্টেম্বর): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নোয়াখালী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর সৈয়দ আবু আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। ওয়েবিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ। নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামীর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। নোয়াখালী জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।