গ্লোবাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন সমাপ্ত
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: গ্লোবাল ইসলামী ব্যাংক
ঢাকা (০৬ সেপ্টেম্বর): গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২১ সালের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন শেষ হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্লোবাল ইসলামী ব্যাংক এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয় ভার্চুয়াল মাধ্যমে সোমবার অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় বিগত সময়ের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলতি বছরের বাকি সময়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।