প্রিমিয়ার ব্যাংকের নবনিযুক্ত অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
ঢাকা (০২ সেপ্টেবর): প্রিমিয়ার ব্যাংক লিমিটেড নব নিযুক্ত ট্রেইনি জুনিয়র অফিসারদের (জেনারেল ও ক্যাশ) নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই কর্মশালায় নব নিযুক্ত অফিসারদের স্বাগত জানান ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, (এফসিএমএ)।
বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম, এসইভিপি এবং চীফ এইচআর অফিসার মামুন মাহমুদ, এসইভিপি এবং সিআরএম বিভাগের প্রধান আনিসুল কবির, এসইভিপি এবং কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মো. জামিল হোসাইন ও কৃষি ঋণ বিভাগের প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যথাযথ বাছাই শেষে, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবছরে ৭৭ জন ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল ও ক্যাশ) নিয়োগ দিয়েছে।