ফ্লাইট শিডিউল নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিমানের
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো
ঢাকা (০২ সেপ্টেম্বর): উড়োজাহাজের ফ্লাইট শিডিউল সম্পর্কে ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে।
এতে বলা হয়, ৩১ আগস্ট একটি দৈনিকে ‘৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত বিমানের’ শিরোনামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট শিডিউল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভ্রান্তি ছড়িয়ে পড়ায় যাত্রীদের মনে বিমানের ফ্লাইট সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছে।
এতে আরো বলা হয়, অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম, দোহা, লন্ডন, সিঙ্গাপুর, দুবাই, আবুধাবি, কুয়ালালামপুর ও মাস্কাট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। তবে কাঠমাণ্ডু, ব্যাংকক, মদিনা, কুয়েত এবং ম্যানচেস্টার রুটে কোভিড-১৯ কালীন সময়ে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ আছে।
সৌদি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মদিনা রুটে ফ্লাইট চালুর ব্যবস্থা করা হবে। এছাড়া, দিল্লি এবং কলকাতা রুটে যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমতি পাওয়া সাপেক্ষে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চালু হবে।
এ অবস্থায় বিমানের যাত্রীদেরকে ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া যে কোন প্রয়োজনে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।