ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনের ওয়েবিনার অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনের ওয়েবিনার
ঢাকা (০২ সেপ্টেম্বর): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম সাউথ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে পাঠানো সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ-বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সোলায়মান, এফসিএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।
চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মোহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।
ওয়েবিনারে চট্টগ্রাম সাউথ জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।