মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাটার ঈদ এক্সক্লুসিভ কম্ফোর্ট ও স্টাইল

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৩, ২৬ এপ্রিল ২০২১  
বাটার ঈদ এক্সক্লুসিভ কম্ফোর্ট ও স্টাইল

ছবি: বাটা

ঢাকা (২৬ এপ্রিল): বর্তমান সময়ে ব্যবহারকারীদের প্রয়োজনকে মাথায় রেখে বাটা এক্সক্লুসিভ ঈদ কালেকশনে প্রাধান্য দিয়েছে কম্ফোর্ট ও স্টাইলকে। সোমবার বাটা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নারী, পুরুষ ও বাচ্চাদের জন্য এবার বাটায় আছে ৫০০ এর বেশি নতুন পণ্য। ইনসোলিয়া ফাউন্ডেশন থেকে বাটা এনেছে নতুন প্রযুক্তি, যা হাঁটার জন্য দেয় সর্বোচ্চ কম্ফোর্ট ও হিল ব্যালেন্স। কারডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউকে’র হোয়েলস সেন্টার ফর পোডিয়াট্রিকের রিসার্চে এটি শরীরের ৬০ ভাগ ভার পায়ে অ্যাডজাস্ট করতে সক্ষম।

এতে আরো বলা হয়, এই ঈদে নিরাপদে কেনাকাটা করার স্বাছন্দ্য দিতে বাটা’র প্রতিটি স্টোর ও স্টাফদের স্বাস্থ্যকর পরিবেশ ও সর্বোচ্চ কাস্টমার সেবা নিশ্চিত করতে উৎসাহী করা হয়েছে। একই সঙ্গে, দোকানে অবস্থানের সময় সীমা কমিয়ে আনা, নিরাপদ সামাজিক দূরত্ব, স্টোরের পরিচ্ছন্নতা, টেম্পারেচার চেক ও স্যানিটাইজিং এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে নির্দেশনা রয়েছে। বর্তমানে কাস্টমারা অনলাইনে কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাংলাদেশে বাটা-ই প্রথম যারা সম্পুর্ণ কার্যকর অনলাইন প্ল্যাটফর্ম নিশ্চিত করে। এছাড়াও গত বছর থেকে চালু হয়েছে বাটার আরেকটি অনালাইন প্ল্যাটফর্ম “বাটা চ্যাটশপ”, যেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সহজেই নিকটস্থ বাটা স্টোর ম্যানেজারের সঙ্গে কথা বলে পণ্য অর্ডার করা যাবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়