শপিংমল, দোকানপাট রবিবার থেকে খোলা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
শপিংমল, দোকানপাট রবিরাব থেকে খোলা রাখা যাবে
ঢাকা (২৩ এপ্রিল): মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা শঙ্কাজনকহারে বেড়ে যাওয়াতে তা নিয়ন্ত্রণে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ চলছে। তবে এর মধ্যেও দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য সুরক্ষা বিধিনিষেধ মেনে আগামী রবিবার থেকে এসব বিপণিবিতান খোলা রাখা যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ শুক্রবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলবে দোকানপাট ও শপিংমল। কেনা-বেচার সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
সেখানে আরও বলা হয়, বিপুল সংখ্যক মানুষের জীবন ও জীবিকার বিষয় বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, সারাদেশে দ্বিতীয় দফায় ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়েছে গত বৃহস্পতিবার, যা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।






















