দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক আর্থিক সহযোগিতা পাচ্ছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ইনফোগ্রাফ বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা(২২ এপ্রিল): চলতি মাসের শুরুতে দেশের বিভিন্ন্ স্থানে ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ আর্থিক সহায়তা দিতে যাচ্ছে সরকার ।এজন্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষকদের তালিকা করেছে কৃষি মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত প্রতিজন কৃষক নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
এছাড়া চলতি অর্থবছরে (২০২০-২১) করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশায় নিয়োজিত নিন্মআযের ৩৫ লাখ মানুষ জনপ্রতি আড়াই হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা পাবে। আগামী রোজার ঈদের এক সপ্তাহ আগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপকারভোগীদের এই টাকা দেওয়া হবে।
মোট ৩৬ লাখ ক্ষতিগ্রস্তকে সহযোগিতা করতে সরকারের ব্যয় হবে ৯৩০ কোটি টাকা। ‘করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় তহবিল’ থেকে এই টাকা দেওয়া হবে। এরই মধ্যে এ সংক্রান্ত প্রস্তাবণার একটি সার সংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এতথ্য জানান।
কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক প্রসঙ্গে বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বলেন, দেশের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা আমরা তৈরি করে পাঠিয়েছি। তিনি বলেন, গত ৪ এপ্রিল বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়া, তাপদাহ ও ঘুর্নিঝড়ে অনেকেরই ফসল ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সার সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, কৃষি মন্ত্রনালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ৪ এপ্রিল হয়ে যাওয়া জড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে দেশের ৩৬টি জেলার ৩০ লাখ ৯৪ হাজার ২৪৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১০ হাহার ৩০১ হেক্টর জমি সম্পূর্ন এবং ৫৯ হাজার ৩২৬ হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় এক লাখ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের নগদ আর্থিক সহায়তা দিতে ৫০ কোটি টাকা প্রয়োজন হবে।
এছাড়া ২০২০-২১ অর্থবছরে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে চলাচলে বিধিনিষেধ আরোপ করার ফলে ক্ষতিগ্রস্ত দিনমজুর, কৃষক, শ্রমিক, গৃহকর্মী, মোটর শ্রমিকসহ অন্যান্য পেশায় নিয়োজিত প্রায় ৩৫ লাখ উপকারভোগিকে জনপ্রতি আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। এতে ব্যয় হবে ৮৮০ কোটি টাকা।
জানা গেছে, প্রস্তাবটি অনুমোদন পেলে পুর্বে অভিজ্ঞতার আলোকে অর্থ বিভাগের ডাটাবেজে সংরক্ষিত তালিকায় অর্ন্তভুক্তদেরকে সরাসরি অতি অল্প সময়ের মধ্যে আর্থিক সহায়তার অর্থ দেওয়া যাবে। এর আগে ২০১৯-২০ অর্থবছরে ৩৪ লাখ ৯৭ হাজার ৩৫৩ জনকে জনপ্রতি আড়াই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ৮৭৯ কোটি ৫৮ লাখ টাকা।






















