মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

দোকান-শপিংমল ২৬ এপ্রিল থেকে খোলা যাবে: মালিক সমিতির সভাপতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫২, ২২ এপ্রিল ২০২১  
দোকান-শপিংমল ২৬ এপ্রিল থেকে খোলা যাবে: মালিক সমিতির সভাপতি

ছবি: বাংলাদেশ দোকান মালিক সমিতির লোগো

ঢাকা (২২ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে কঠোর লকডাউন চলমান থাকলেও আগামী ২৬ এপ্রিল থেকে দোকান-শপিংমল খোলা যাবে। বৃহস্পতিবার স্থানীয় একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।

হেলালউদ্দিন জানান, বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘আগামী রোববার (২৫ এপ্রিল) আমাদের একটা সুসংবাদ হবে। এর ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো।  আজকে বাণিজ্য সচিব আমাকে ডেকে নিয়েছেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি। তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রোববার আমরা একটা সুসংবাদ পাব।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত প্রথম দফার ‘বিধিনিষেধ’ বা লকডাউন বুধবার শেষ হয়েছে। কিন্তু দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের মেয়াদকাল আরো এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। লকডাউনের এ বর্ধিত সময় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

বর্ধিত সময়ে লকডাউন আরো কঠোর ভাবে পালন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়