১৪০ কোটি টাকার ওষুধ কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

১৪০ কোটি টাকার ওষুধ কিনবে সরকার । ফাইল ছবি
ঢাকা (২১ এপ্রিল): সরকার প্রায় ১৪০ কোটি টাকার ওষুধ কেনার উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের কাছ থেকেই সরকার এ ওষুধ কিনবে।
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির ভার্চুয়াল সভার স্বাস্থ্যসেবা বিভাগের দেওয়া এ ওষুধ কেনার প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে।
সারাদেশের ১৩ হাজার ৮৮১টি কমিউনিটি ক্লিনিকে সরবরাহের জন্য ১৩৯ কোটি ৯৯ লাখ টাকার মোট ২৭ ধরণের ওষুধ কেনা হবে।
গ্রামীণ অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছানোর জন্য স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে কমিউনিটি বেসড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের আওতায় দেশের সব উপজেলায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।