স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার ওয়েবিনার
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
ঢাকা (২০ এপ্রিল): স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়া সম্প্রতি যৌথভাবে “হালাল৩৬০: হালাল ইকোসিস্টেমে সংযুক্ত হচ্ছে আপনার ব্যবসায়” শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এ ওয়েবিনারে কিভাবে হালাল ইকোসিস্টেম অনুসরণ করে বাংলাদেশ এবং মালয়েশিয়া ব্যবসায়িক এবং অর্থনৈতিক সহযোগীতার উন্নয়ন সম্ভব, এ নিয়ে দুই দেশের বাণিজ্যিক নেতৃবৃন্দ আলোচনা ও মত-বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ গোলাম সারোয়ার। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার সিইও আবরার এ. আনোয়ার তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওয়েবিনারে বক্তব্য রাখেন।
ওয়েবিনার প্যানেলিস্ট হিসেবে মন্তব্য উপস্থাপন করেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস-এর প্রেসিডেন্ট রিজওয়ান রহমান, প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী, ডুয়োফার্মা বায়োটেক বেরহাদ, মালয়েশিয়ার সিওও ওয়ান আমির-জেফরী ওয়ান আব্দুল মাজিদ, হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বেরহাদ, মালয়েশিয়ার হেড অব হালাল কনসালটেন্সি অ্যান্ড অ্যাডভেসরি, ধালিফ আনুয়ার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক-এর ইসলামিক অরিজিনেশন- এর প্রধান এবং ম্যানেজিং ডিরেক্টর আহসান আলী।
ওয়েবিনারটি উপস্থাপনা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, বিটপী দাশ চৌধুরী; প্যানেল মডারেশন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক, মালয়েশিয়ার ইসলামিক বিজনেস অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট-এর এক্সিকিউটিভ ডিরেক্টর বিলাল পারভেইজ।