বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

দরিদ্র্য ও অসহায় মানুষের পাশে প্রিমিয়ার ব্যাংক

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৯, ২১ এপ্রিল ২০২১  
দরিদ্র্য ও অসহায় মানুষের পাশে প্রিমিয়ার ব্যাংক

ছবি: প্রিমিয়ার ব্যাংক লিমিটেড

ঢাকা (২০ এপ্রিল): দেশে ভয়াবহ করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পরায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারমান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবালের উদ্যোগে অসহায় ও কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ কাজ শুরু হয়েছে।

এ উদ্যোগের বিষয়ে প্রিমিয়ার ব্যাংকে চেয়ারমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল বলেন, করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে জনগণ গৃহে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে যারা দিনমজুর, রিকশাচালক, কল কারখানার শ্রমিক তারা কাজের অভাবে দুঃখ-দুর্দশায় দিনযাপন করছে। গরিব ও দুস্থ জনগণের মৌলিক চাহিদা পূরণে প্রধানমন্ত্রী’র নির্দেশিত সরকারী কার্যক্রমকে সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এসব ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত।

প্রিমিয়ার ব্যাংকের ১২০ টি শাখার মাধ্যমে দেশব্যাপী এমন মানবিক প্রয়াস অব্যাহতভাবে চালু থাকবে বলেও তিনি জানান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়