দরিদ্র্য ও অসহায় মানুষের পাশে প্রিমিয়ার ব্যাংক
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
ঢাকা (২০ এপ্রিল): দেশে ভয়াবহ করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পরায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারমান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবালের উদ্যোগে অসহায় ও কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ কাজ শুরু হয়েছে।
এ উদ্যোগের বিষয়ে প্রিমিয়ার ব্যাংকে চেয়ারমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল বলেন, করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে জনগণ গৃহে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে যারা দিনমজুর, রিকশাচালক, কল কারখানার শ্রমিক তারা কাজের অভাবে দুঃখ-দুর্দশায় দিনযাপন করছে। গরিব ও দুস্থ জনগণের মৌলিক চাহিদা পূরণে প্রধানমন্ত্রী’র নির্দেশিত সরকারী কার্যক্রমকে সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এসব ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত।
প্রিমিয়ার ব্যাংকের ১২০ টি শাখার মাধ্যমে দেশব্যাপী এমন মানবিক প্রয়াস অব্যাহতভাবে চালু থাকবে বলেও তিনি জানান।