মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

পুঁজিবাজারে প্রথম স্মল ক্যাপ কোম্পানি আসছে 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৪, ১৬ এপ্রিল ২০২১  
পুঁজিবাজারে প্রথম স্মল ক্যাপ কোম্পানি আসছে 

ছবি: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)

ঢাকা (১৫ এপ্রিল): পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) প্রথম এসএমই কোম্পানি অনুমোদন দিয়েছে। কমিশন নিয়াকো অ্যালুস লিমিটেডকে এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার বিএসইসির ৭৭০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির সূত্র জানায়, নিয়াকো অ্যালুস ১০ টাকা মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে সাড়ে ৭ কোটি টাকা মুলধন সংগ্রহ করবে। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি েেযাগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবে। সংগ্রহ করা টাকা দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ সেপ্টেম্বর,২০২০ সময় অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হলো ৯১ পয়সা। এই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৪৩ পয়সা। কোম্পাইটি নিকেল অ্যালমুনিয়াম কপার তৈরি করে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়