বৃহস্পতিবার থেকে পুঁজিবাজার খোলা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ডিইসি লোগো
ঢাকা (১৩ এপ্রিল): আগামী বৃহস্পতিবার থেকে চালু হবে পুঁজিবাজার। লকডাউনের সময় ব্যাংক চার ঘন্টা খোলা রাখার সিদ্ধান্তে পুঁজিবাজারও চালু রাখা হচ্ছে।
বৃহস্পতিবার থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘন্টা লেনদেন চলবে। এ সময়ে প্রি-ওপেনিং সেশন বন্ধ থাকবে। তবে ১৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।
বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে বিষয়টি নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, ব্যাংক ছাড়া পুঁজিবাজারের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমরা চাইলেও ব্যাংক ছাড়া আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারতাম না। এখন যেহেতু ব্যাংক খোলার সিদ্ধান্ত এলো আমাদের পুঁজিবাজারের কার্যক্রমও চলবে।
প্রসঙ্গত, ব্যাংক বন্ধের সিদ্ধান্তের পর পুঁজিবাজারও বন্ধের ঘোষণা দেয় বিএসইসি। পওে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ব্যাংক খোলা রাখার বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাঙকের গর্ভনরকে চিঠি দেওয়ার পর ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত আসে। এরপরই পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।