নির্দিষ্ট রিচার্জের ভিত্তিতে সুবিধাবঞ্চিতদের ইফতার করাবে রবি
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: রবি আজিয়াটা লিমিটেড
ঢাকা (১৩ এপ্রিল): পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে ডিজিটাল সেবা দানকারী কোম্পানি রবি। রবি ও এয়ারটেল গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলে ওই রিচার্জের ভিত্তিতে দরিদ্র পরিবার এবং এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং দেশের বিভিন্ন এতিমখানার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করবে রবি।
মঙ্গলবার রবি আজিয়াটা লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি নির্দিষ্ট পরিমাণ বান্ডেল রিচার্জের মাধ্যমে এ ক্যাম্পেইনে গ্রাহকরা অবদান রাখতে পারবেন। ক্যাম্পেইনের আওতায় রবি গ্রাহকরা ৩০৭ বা ৩৪৯ টাকা এবং এয়ারটেল গ্রাহকরা ২৯৮ বা ৩৪৮ টাকা রিচার্জ করলে গ্রাহকদের পক্ষ থেকে প্রতি রিচার্জে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ২৫ টাকা দেবে রবি।
রবি গ্রাহকরা ৩০৭ টাকা বান্ডেল রিচার্জে ৫০০ মিনিট ও ৫০০ এমবি ডাটা এবং ৩৪৯ টাকার রিচার্জে ৮ জিবি ডাটা উপভোগ করতে পারবেন। অন্যদিকে ২৯৮ টাকা রিচার্জে ৪৭৫ মিনিট ও ২ জিবি ডাটা এবং ৩৪৮ টাকা রিচার্জে ৮ জিবি ডাটা ও ৩০০ মিনিট উপভোগ করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা। রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনের প্রতি বান্ডেলের মেয়াদ হবে ৩০ দিন।