লকডাউনে এটিএম বুথ থেকে এক লাখ টাকা তোলা যাবে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা(১২ এপ্রিল): লকডাউনের মধ্যে সকল ব্যাংকের এটিএম বুথ থেকে সবোর্চ্চ এককালীন এক লাখ টাকা উত্তোলন করা যাবে।
সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কোম্পানি ও সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।