লকডাউনে ব্যাংক বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বাংলাদেশ ব্যাংকের লোগো
ঢাকা (১২ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত গণপরিবহন বন্ধসহ সরকারি বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকও বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে সোমবার বলা হয়েছে, ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা সব সময় খোলা থাকবে।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনেও বলা হয়েছে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এ সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আপাতত সব ব্যাংকের শাখা ও অফিস বন্ধ থাকবে। কেবল খোলা থাকবে, রফতানি কাজের জন্য কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখা ও বন্দর শাখাগুলো।
তিনি আরো জানান, বাংলাদেশে পরিচালিত বিদেশি ব্যাংকগুলোও বন্ধ থাকবে। কেবলমাত্র, স্থল নৌ এবং সমুদ্রবন্দর সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। আর রফতানির প্রয়োজনে কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখাগুলো খোলা রাখা যাবে।