মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনে ব্যাংক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:২৩, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ০২:৫০, ১৩ এপ্রিল ২০২১
লকডাউনে ব্যাংক বন্ধ থাকবে

ছবি: বাংলাদেশ ব্যাংকের লোগো

ঢাকা (১২ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত গণপরিবহন বন্ধসহ সরকারি বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকও বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে সোমবার বলা হয়েছে, ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা সব সময় খোলা থাকবে।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনেও বলা হয়েছে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এ সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আপাতত সব ব্যাংকের শাখা ও অফিস বন্ধ থাকবে। কেবল খোলা থাকবে, রফতানি কাজের জন্য কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখা ও বন্দর শাখাগুলো।

তিনি আরো জানান, বাংলাদেশে পরিচালিত বিদেশি ব্যাংকগুলোও বন্ধ থাকবে। কেবলমাত্র, স্থল নৌ এবং সমুদ্রবন্দর সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। আর রফতানির প্রয়োজনে কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখাগুলো খোলা রাখা যাবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়