লকডাউনের এক সপ্তাহ বন্ধ পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি
ঢাকা (১২ এপ্রিল): সরকার ঘোষিত আসন্ন এক সপ্তাহের লকডাউনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি পুঁজিবাজারও বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, ব্যাংক ছাড়া পুঁজিবাজারের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমরা চাইলেও এ সময়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো না। তবে ব্যাংক খোলার সাথে সাথে আমরা বাজারের কার্যক্রম শুরু করবো।
করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে আগামী ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে সোমবার থেকে পুঁজিবাজারে আড়াই ঘন্টার লেনদেন চলছে। কাল মঙ্গলবারও বাজারে আড়াই ঘন্টা লেনদেন হবে। এরপর ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ ব্যাংক বন্ধের কারণে পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।