মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সরকারের সহযোগিতা না পেলে মুনাফা করা কঠিন হবে : মাহতাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:২২, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ০২:২৩, ১২ এপ্রিল ২০২১
সরকারের সহযোগিতা না পেলে মুনাফা করা কঠিন হবে : মাহতাব উদ্দিন

ছবি: রবি আজিয়াটা লিমিটেড

ঢাকা (১১ এপ্রিল): সরকারের সহযোগিতা না পেলে মুনাফা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, আমরা ভেবেছিলাম আইপিওতে গেলে কর কমে আসবে। এছাড়া আমাদেও শেয়ারবাজারে আসার কোনো কারণ ছিলো না। কিন্তু তা হচ্ছে না। আমরা এখনো ততো ভালো মুনাফা করতে পারছি না। সরকার যদি আমাদের সহযোগিতা না করে তাহলে ভবিষ্যতে দেশে ব্যবসা করাই কষ্ট হয়ে যাবে। 

রবিবার দুপুরে ডিজিটাল প্রেস কনফারেন্সে চলতি বছরের প্রথম প্রান্তিকের ফলাফল ঘোষণার সময় তিনি এসব কথা বলেন। এসময় কোম্পানিটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে মাহতাব বলেন, করোনায় রবি ভালো করেছে। গতবছর আমরা অনেক বেশি স্ট্রাগল করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। এরপর আমরা এবার ভালো করছি। গতবারের মতো হবেনা এবার। সাধারণ জনগণের বিষয়ে সরকার একটু সহনীয় হলে আমরা খুব সহজেই এই মহামারির বাধা কাটিয়ে উঠতে পারবো। এখনো প্রায় ৪০ শতাংশ লোক মোবাইল ব্যবহার করে না। তাদেও সেবার আওতায় আনার জন্য সরকারের কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। যতো লাভ হোক না কেনো আমার ২ শতাংশ ট্যাক্স যে দিতে হবে সে জায়গায় আমি ফেয়ারনেস চাচ্ছি।

সংবাদ সম্মেলনে শুরুতেই রবির চিফ কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শাহিদ আলম বলেন, আমাদের করোনাকালীন সময়ে ডিজিটাল সেবা দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের চালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আমরা মহামারির সময়ে ঘরে বসে অফিস করা শিখছি। যারা কখনো অনলাইনে বাজার করেননি তারাও এ সময়টাতে অনলাইন কেনাকাটা করছে।

এরপর রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কোম্পানিটির ত্রৈমাসিক ব্যবসায়ীক পারফামেন্সের চিত্র তুলে ধরেন। এসময় তিনি বলেন, আমরা আমাদেও সেবা পুরো দেশের ৬৪ জেলায় ভালোভাবে ছড়িয়ে দিতে পেরেছি। আমরা সব জায়গায় আমাদের ফোর-জি সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। করোনায় অনেকে ঘরে বসে কাজ করতে পারলেও অনেকে ঘরে বসে থাকতে পারছে না। 

রবির প্রথম প্রান্তিকের ফলাফল ঘোষণার সময় উল্লেখ করা হয়, রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ১৯ লাখ। আর ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ, যা মোট গ্রাহকের ৭০ দশমিক ৬ শতাংশ। মোট আয়ের পরিমাণ ১ হাজার ৯৮১ কোটি টাকা যা গত প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেশি। ৪১ শতাংশ মার্জিনসহ ইবিআইটিডিএ ৮১১ দশমিক ৭ কোটি টাকা, যা গত প্রান্তিকের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি। 

কোম্পানির  মূলধনী বিনিয়োগ ১৫০ দশমিক ৬ কোটি টাকা।কর পরবর্তী মুনাফা (পিএটি) ৩৪ দশমিক ৩ কোটি টাকা।রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা ১ হাজার ১১৫ কোটি টাকা, যা চলতি প্রান্তিকে রবির অর্জিত আয়ের ৫৬ দশমিক ৩ শতাংশ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়