মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনে গার্মেন্টস চালু রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২৬, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ২২:০২, ১১ এপ্রিল ২০২১
লকডাউনে গার্মেন্টস চালু রাখার দাবি

ছবি: পোষাকখাতের উদ্যোক্তাদের সংবাদ সম্মেলন, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা(১১ এপ্রিল): লকডাউনের মধ্যে গার্মেন্টস খোলা রাখার দাবি জানিয়েছে পোষাক শিল্পখাতের উদ্যোক্তরা। উদ্যোক্তরা জানান, গার্মেন্টস বন্ধ করে দিলে অনেক কার্যাদেশ বাতিল হতে পারে। এসময় তারা রফতানিমুখী তৈরি পোশাকখাতসহ বস্ত্রখাতের অন্যান্য সহযোগী শিল্পসমূহকে লকডাউনের আওতামুক্ত রাখার দাবিও জানান তারা। এজন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

রবিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পোশাকখাতের বর্তমান অবস্থা নিয়ে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও ইএবি’র যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

লিখিত বক্তব্যে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, গত বছরের সার্বিক ক্ষতি এবং এবছরের দুই ইদ, প্রতিযোগি অন্যান্য দেশ যেমন ভারত,ভিয়েতনাম থেকে এগিয়ে থাকতে হলে কারখান খোলা রাখার কোনো বিকল্প নেই।

এসময় সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে পোশাক খাতে দুই বিলিয়ন মার্কিন ডলারের কার্যাদেশ আছে। কারখানা খোলা না রাখলে এগুলো ক্ষতির মুখে পড়বে। 

আব্দুস সালাম আরও জানান, পোষাকখাতের শ্রমিকদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ কম। এসময় তিনি ব্র্যাক ও স্টোর ফর বাংলাদেশ, ইউসি বারকিলে গবেষণা জরিপ উল্লেখ করে বলেন, ৯৪ শতাংশ শ্রমিক বলছে তারা স্বাস্থ্যবিধি বিষযৈ সচেতন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, করোনা নিয়ন্ত্রণে ইউরোপ, আমেরিকা, ব্রাজিলের মতো রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের সমন্বয়ের অভাব নেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই কারখানায় উৎপাদন অব্যাহত রেখেছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইএ’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইএ’র সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ইএবি’র সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, বিজিএমইএ’র নব-নির্বাচিত সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র সভাপতি সেলিম উসমান, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি এম এ রহিম ফিরোজসহ তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়