মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

এক্সিলারেট এনার্জি’র ২০০০ তম এলএনজি জাহাজ স্থানান্তরের মাইলফলক

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:১৪, ১১ এপ্রিল ২০২১  
এক্সিলারেট এনার্জি’র ২০০০ তম এলএনজি জাহাজ স্থানান্তরের মাইলফলক

ছবি: এক্সিলারেট এনার্জি

ঢাকা (১০ এপ্রিল): কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনালে ২০০০ তম জাহাজ স্থানান্তরের মাইলফলক স্থাপন করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাণিজ্যিক জাহাজ থেকে জাহাজে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তরে বিশ্বের শীর্ষ এ প্রতিষ্ঠান ২০১৮ সাল থেকে ১৫ বছরের জন্য বাংলাদেশের গভীর সমুদ্রে স্থাপিত ভাসমান এলএনজি টার্মিনালে এসটিএস পদ্ধতিতে এলএনজি স্থানান্তরের জন্য চুক্তিবদ্ধ হয়।

ইতিমধ্যে এক্সিলারেট এনার্জি এসটিএস প্রোটোকল ব্যবহার করে সাফল্যের সঙ্গে ২৩ কোটি ৬৪ লাখ ৫ হাজার ঘনমিটার এলএনজি স্থানান্তর করেছে।

এক্সিলারেট এনার্জি'র চিফ অপারেটিং অফিসার ক্যাল ব্যানক্রফট জানান, বঙ্গোপসাগরে ২০০০ তম জাহাজ স্থানান্তরের যে মাইলফলক স্থাপন করেছে এক্সিলারেট এনার্জি, এর মূলে রয়েছে প্রতিষ্ঠানের বিশ্বজুড়ে সুনাম ও জাহাজের ক্রুদের কঠোর পরিশ্রম। আমার বিশ্বাস বাংলাদেশে সাফল্যের সঙ্গেই এলএনজি স্থানান্তরে পুরো কাজ সম্পন্ন করতে পারবে এক্সিলারেট এনার্জি।

দেশের গ্যাস ঘাটতি মেটাতে এবং শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে সরকার এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে কাতার, সুইজারল্যান্ড ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ওমানের সঙ্গেও সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়