মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

কোভিড মোকাবেলায় কর্মহীনদের জন্য ৫৭২ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৫:২৯, ৯ এপ্রিল ২০২১  
কোভিড মোকাবেলায় কর্মহীনদের জন্য ৫৭২ কোটি টাকা বরাদ্দ

ছবি: সংগৃহীত

ঢাকা (০৮ এপ্রিল): কোভিড-১৯ মোকাবেলায় কর্মহীন মানুষকে মানবিক সহায়তা লক্ষ্যে সরকার ৫৭২ কোটি ৯ লক্ষ ২৭ হাজার টাকা বরাদ্দ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা এ অর্থ প্রায় ১ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার ৯০০ পরিবারের মাঝে বিতরণ করা হবে।

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভিজিএম কর্মসূচির আওতায় সারাদেশে ৬৪ জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লক্ষ ৭৯ হাজার ২০৩ টি কার্ড এবং ৩২৮ টি পৌরসভার জন্য ১২ লক্ষ ৩০ হাজার ৭৪৬ টি কার্ডসহ মোট ১ কোটি ৯ হাজার ৯৪৯ টি ডিজিএফ কার্ডের বিপরীতে ৪৫০ কোটি ৪৪ লক্ষ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিবার প্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ড প্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তার লক্ষ্যে উপজেলাগুলোর জন্য ৩৯৫ কোটি ৬ লক্ষ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাগুলোর জন্য ৫৫ কোটি ৩৮ লক্ষ ৩৫ হাজার ৭ শত টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা জন্য ১২১ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। দেশের ৬৪ টি জেলার ৪ হাজার ৫৬৮ টি ইউনিয়নের প্রতিটিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লক্ষ টাকা মানবিক সহায়তা হিসেবে দেওয়ার জন্য এ অর্থ ছাড় করা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়