বাণিজ্য সংগঠনগুলোর এজিএম ও নির্বাচনের সময় বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বাণিজ্য মন্ত্রণালয়ের লোগো
ঢাকা (০৭ এপ্রিল): দেশের সকল বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন করার সময় বৃদ্ধি করা হয়েছে। করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত ১৮ নির্দেশনার মধ্যে নির্বাচন ও জনসমাগম করার ওপর নিষেধাজ্ঞা থাকায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে বলা হয়েছে, করোনাভাইরাস জনিত রোগ কোভিড ১৯ এর বিস্তার রোধ করতে জনসমাগম রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সব বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো।
উল্লেখ্য, লকডাউন শুরুর আগের দিন দেশের সবচেয়ে বড় বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরপরই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সব ধরণের নির্বাচন ও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং চলাচল নিয়ন্ত্রণসহ বেশ কিছু নির্দেশনা জারি করে।