সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

সম্মানী ভাতা পাচ্ছেন ১৪ হাসপাতালের ডাক্তার-নার্স

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:৫৪, ৭ এপ্রিল ২০২১  
সম্মানী ভাতা পাচ্ছেন ১৪ হাসপাতালের ডাক্তার-নার্স

সম্মানী ভাতা পাচ্ছেন ১৪ হাসপাতালের ডাক্তার-নার্স (ফাইল ছবি)

ঢাকা (০৬ এপ্রিল): করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সম্মানী ভাতা পাচ্ছেন ১৪টি হাসপাতালের ডাক্তার এবং নার্সরা। এ জন্য ১৫ কোটি টাকার অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ২৫ মার্চ পাঠানো এক চিঠিতে ১৪টি হাসপাতালের ডাক্তার এবং নার্সদের জন্য ১৫ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৯০২ টাকা সম্মানি ভাতার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। ১৪টি হাসপাতালের মধ্যে ২টি রাজধানী ঢাকার এবং বাকী ১২টি দেশের বিভিন্ন জেলায় অবস্থিত।

সব মিলিয়ে ১৪টি হাসপাতালের মোট এক হাজার ৪৭৪ জন ডাক্তার ৪০৬ জন নার্স এবং ৯৮১ জন স্বাস্থ্যকর্মী এ সম্মানী ভাতা পাবেন।

তবে এ সম্মানী ভাতা শুধু সরকারি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী এক কালীন পাবেন। আউটসোর্সিং বা অন্য কোন ভাবে নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী এ সম্মানী ভাতা পাবেন না।

স্বাস্থ্য সেবা বিভাগ জুলাই ২০২০ মাসে আহরিত মূল বেতন অনুযায়ী দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে দেওয়া নিশ্চিত করবে। এ সম্মানী পরিশোধের বিস্তারিত বিবরণী এ বছর ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে জানাতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রাজধানী ঢাকার মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের ১৭২ ডাক্তার ৩৩৯ নার্স এবং ৫ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ৩ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৪০ টাকা। মিরপুরের লালকুঠিতে মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে) ৯৪ ডাক্তার এবং ৩৪ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ৬৪ লাখ ১৭ হাজার ৪২২ টাকা।

রাজধানীর বাইরে পিরোজপুরের জেলা সদর হাসপাতালের ২০ ডাক্তার ৩৫ নার্স এবং ৬ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে  ৩৪ লাখ ৬১ হাজার ৭৪০ টাকা।

মৌলভীবাজারের জেলা সদর হাসপাতালের ৫৪ ডাক্তার এবং ২৮ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ৪৯ লাখ ৮৬ হাজার ৮২০ টাকা।

সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের ৬০ ডাক্তার এবং ১৬ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ৫৮ লাখ ৭৪ হাজার ৮০ টাকা।

দিনাজপুরের এম আব্দুর রহিম কলেজ হাসপাতালের ১০৮ ডাক্তার এবং ৭৪ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৬১০ টাকা।

রংপুরের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৯৭ ডাক্তার এবং ২০৫ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ২ কোটি ২৬ লাখ ৭ হাজার ৩৪০ টাকা।

কুমিল্লায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ ডাক্তারের জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ২৬ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ১৬৫ ডাক্তার এবং ৩১০ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ২ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৭৩০ টাকা।

রাজশাহীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৮০ ডাক্তার এবং ১৪১ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৪৩০ টাকা।

সিলেটের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২০৯ ডাক্তার এবং ১৩৯ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ৫৯ লাখ ৫৬ হাজার ৪৬০ টাকা।

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৬৬ ডাক্তার এবং ১৩ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ৫০ লাখ ৯৫ হাজার ৫২০ টাকা।

বরিশাল জেনারেল হাসপাতালের ৩ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ৭৮ হাজার ৮০ টাকা।

সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ২৩ ডাক্তার ৩২ নার্স এবং ৭ স্বাস্থ্যকর্মীর জন্য সম্মানীর পরিমাণ নির্ধারণ করা রয়েছে ৩১ লাখ ৩৩ হাজার ৪৬০ টাকা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়