সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ, মার্কেট খোলার দাবি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০২, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ২০:০৯, ৬ এপ্রিল ২০২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ, মার্কেট খোলার দাবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ| ছবি: সংগৃহিত

ঢাকা (০৬ এপ্রিল): করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞার মধ্যেও মার্কেট খুলতে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে দুই শতাধিক ব্যবসায়ী ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এ সময় ব্যবসায়ীরা জানান, গত বছরের লকডাউনে তারা  বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে এবারের করোনা নিষেধাজ্ঞা মানা তাদের জন্য খুবই কষ্টকর।  প্রধানমন্ত্রীর কাছে এ কারণে তাদের আবেদন, স্বাস্থ্যবিধি মেনে যেন দোকান খুলে দেওয়া হয়। 

প্রসঙ্গত,  গত সোমবারও  মার্কেট খোলার দাবিতে ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়