বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

৭৩ বছরে প্রথম জকিগঞ্জ দিয়ে আসামে সিমেন্ট রপ্তানি শুরু

সিলেট প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫০, ১০ নভেম্বর ২০২০   আপডেট: ২০:৫১, ১০ নভেম্বর ২০২০
৭৩ বছরে প্রথম জকিগঞ্জ দিয়ে আসামে সিমেন্ট রপ্তানি শুরু

ছবি: সংগৃহীত

সিলেট (১০ নভেম্বর): বাংলাদেশ থেকে ভারতের আসামে সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে। সোমবার সিলেটের করিমগঞ্জের জকিগঞ্জ স্থল বন্দর দিয়ে এই রপ্তানি শুরু হয়। এই স্থল বন্দরটি প্রতিষ্ঠার ৭৩ বছর পর এই প্রথম এখান দিয়ে সিমেন্ট রপ্তানি হলো। 

একইসঙ্গে এই স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি করা হবে।  

ভারতের আসামের করিমগঞ্জে বাংলাদেশের সিমেন্ট রপ্তানি ও পাথর আমদানির সূচনা হয়েছে সোমবার।

জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশনের সুপার  মিজানুর  রহমান মুন্সি  জানান, নারায়ণগঞ্জের প্রিমিয়ার সিমেন্ট কারখানা থেকে এমডি প্রিমিয়ার-৬ নামক সিমেন্টবোঝাই একটি জাহাজ রবিবার জকিগঞ্জে এসে পৌঁছায়। ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে গতকাল সোমবার তা জকিগঞ্জের ওপারে আসামের করিমগঞ্জ জাহাজঘাটে নোঙর করে।

সিমেন্ট আমদানির মুহূর্তটি ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের কথা থাকলেও শেষ পর্যন্ত ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সুনীল কুমার সিং, আইডাব্লিউএ’র সদস্য (ট্রাফিক) শষি ভুষণ শুক্লা, আইডাব্লিউএ’র  পরিচালক( গৌহাটি) সুরেন্দ্র সিংহ কাস্টমসের উচ্চপদস্থ কর্মকর্তারা তা উদ্বোধন করেন। এ উপলক্ষে করিমগঞ্জ কাস্টমস ও জাহাজঘাটকে বর্ণিল সাজে সাজানো হয়।

মিজানুর রহমান আরও জানান, এ চালানে আড়াই হাজার ব্যাগ সিমেন্ট ছিল। নৌপরিবহন মন্ত্রণালয় গত ২৮ অক্টোবর থেকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এক মাসের জন্য প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিকে সিমেন্ট রপ্তানির জন্য প্রাথমিক অনুমতি দিয়েছে।

এদিকে, কাস্টমস কর্তৃপক্ষ জানায়  যে এমভি জান্নাত ও এমভি হাজী বশির নামে কার্গোর মাধ্যমে ভারত থেকে ৩৭৫ মেট্রিক টন চুনাপাথর আমদানির জন্য প্রস্তুত রাখা হয়েছে করিমগঞ্জ জাহাজঘাটে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়