সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

পোশাক শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল তৈরির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:১০, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ২২:১০, ৪ এপ্রিল ২০২১
পোশাক শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল তৈরির নির্দেশ

ছবি: পোশাক শ্রমিক (ফাইল ফটো)

ঢাকা (০৪ এপ্রিল): করোনাভাইরাসের উবর্ধমুখী সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে দেশব্যাপী দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউনের সময় গার্মেন্টস বা পোশাক শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল করার নির্দেশনা দিয়েছে সরকার। 

রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে শিল্প-কারখানা ও নির্মাণ কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে। শিল্প-কারখানার শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থা এবং বিজিএমইএ ও বিকেএমইএকে শিল্প-কারখানা এলাকায় কাছাকাছি সুবিধাজনক স্থানে ফিল্ড হাসপাতাল বা চিকিৎসার ব্যবস্থাগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শিল্প-কারখানা ও নির্মাণ কার্যাদি চালু থাকবে। শিল্প-কারখানার শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে। বিজিএমইএ ও বিকেএমইএকে শিল্প-কারখানা এলাকায় কাছাকাছি সুবিধাজনক স্থানে তাদের শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল বা চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়