লকডাউনে ব্যাংকে লেনদেন ১০টা থেকে সাড়ে ১২টা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

বাংলাদেশ ব্যাংক। ছবি:সংগৃহীত
ঢাকা (০৪ মার্চ): করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে সাত দিনের জন্য লকডাউনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। রবিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে, লকডাউনেও ব্যাংকিং খাত খোলা থাকবে। এ সময়ে সীমিত আকারে লেনদেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শনিবারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানিয়েছিলেন, করোনারভাইরাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউনের সময় ব্যাংকগুলো কোন নিয়মে চলবে সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, গত বছর করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকত।